অস্ট্রেলিয়ার বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ালো শ্রীলঙ্কা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩২:৪৫ অপরাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৮২ বার পড়া হয়েছে
অস্ট্রেলিয়ার বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ালো শ্রীলঙ্কা। সিরিজের পঞ্চম ও শেষ টি-টুয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়েছে লংকানরা।
মেলবোর্নে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই হোচট খায় অস্ট্রেলিয়া। ১২ রানেই বিদায় নেয় দুই ওপেনার। তবে তৃতীয় উইকেটে জশ ইংলিস ও গ্লেন ম্যাক্সওয়েলের ৪৩ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় অজিরা। শেষের দিকে ম্যাথু ওয়েডের ২৭ বলে ৪৩ রানের ইনিংসে ভর করে ১৫৪ রানের ফাইটিং স্কোর করে অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে কুশাল মেন্ডিসের অপরাজিত ৬৯ এবং দাশুন শানাকার ৩৫ রানে ভর করে ২ বল হাতে রেখেই ৫ উইকেটের সহজ জয় পায় শ্রীলঙ্কা। এ ম্যাচ হেরেও ৪-১ ব্যাবধানে সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া।










