অসাম্প্রদায়িক দেশ গড়তে পারলে, জাতীয় কবির প্রতি সন্মান প্রদর্শন সার্থকতা পাবে : কাদের

- আপডেট সময় : ০৩:০৪:৫২ অপরাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে কাজী নজরুল ইসলামের প্রতি সন্মান প্রদর্শন সার্থকতা পাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্ভয়ে অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে প্রতিনিয়ত প্রেরণা যোগায় নজরুলের গান ও কবিতা। সকালে ১২৩তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় কবির সমাধীতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তারা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
পরে তিনি বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন অসাম্প্রদায়িকতার প্রতীক।
এরপর দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জাতীয় কবির সমাধীতে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আন্দোলনের প্রেরণা কাজী নজরুল।
এর আগে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ জাতীয় কবির প্রতি ফুলেল শ্রদ্ধা জানান সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ ও উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন, তাঁর পরিবারের সদস্যরাও।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মজয়ন্তীতে শ্রদ্ধা নিবেদন করে, রাজনৈতিক দলের অঙ্গ ও সহযোগী সংগঠন, সরকারি বিভিন্ন দপ্তর এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।