অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে বঙ্গবন্ধুর আর্দশ বাস্তবায়নে এগিয়ে যাবে ছাত্রলীগ

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জানুয়ারী ২০২২
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে বঙ্গবন্ধুর আর্দশ বাস্তবায়নে এগিয়ে যাবে ছাত্রলীগ, এমনটাই মন্তব্য করেছেন ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়। সকালে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, দেশের মানুষের অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা রেখেছে বাংলাদেশ ছাত্রলীগ। সেই ধারা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে জানান তিনি। এসময় সাধারণ সম্পাদক লেখক ভট্টচার্য্য জানান, বর্তমান ছাত্রলীগ কিছুটা সাংগঠনিক গতি হারিয়েছে। দ্রুত সময়ের মধ্যে মেয়াদ উর্ত্তীর্ণ কমিটিগুলোতে নতুন নেতৃত্ব আনা হবে। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে ছাত্রলীগের জন্মদিনের কেক কেটে দিবসটি উদযাপন করেন নেতাকর্মীরা।