অসাধু ব্যবসায়ীরা কারসাজি করে নিত্যপণ্যের দাম অস্বাভাবিক হারে বাড়াচ্ছে : অভিযোগ ক্যাবের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৯:১২ অপরাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০২২
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
অসাধু মুনাফালোভী মজুতদার ব্যবসায়ীরা কারসাজি করে নিত্যপণ্যের দাম অস্বাভাবিক হারে বাড়াচ্ছে বলে অভিযোগ করেন কনজুমারস এসোসিয়েশনে-ক্যাব এর সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ভূঁইয়া। জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ অভিযোগ করেন তিনি।
গত কয়েকমাস ধরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম লাগামহীনভাবে বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করে ক্যাব। এসময় ক্যাবের সাধারণ সম্পাদিক আরও বলেন, প্রতিদিন খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধিতে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। স্বাভাবিক ক্রয় ক্ষমতা হারাচ্ছে নিম্ন ও মধ্য আয়ের মানুষ। বাজারে সরকারের নজরদারি না থাকায় অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দাম বাড়ানো সুযোগ পাচ্ছে। এসব অপতৎপরতার সাথে সরকারের লোকজনও জড়িত বলে অভিযোগ করেন তিনি। বাজার নিয়ন্ত্রণে সরকারের নিয়মিত বাজার মনিটরিং এর দাবি জানান ক্যাব নেতারা।










