অসহায় মানুষের পাশে থেকে যথাসাধ্য সেবা করার চেষ্টা চলছেঃ সালাহউদ্দীন আহমেদ

- আপডেট সময় : ০৮:২৬:০১ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২০
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
সোনাইমুড়ী উপজেলায় গরীব, দুস্থদের মাঝে এসএ পরিবহন তথা এসএ গ্রুপের অনুদান বিতরন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ প্রশাসনকে কৃতজ্ঞতা জানিয়েছেন প্রতিষ্ঠনের ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দীন আহমেদ। তিনি বলেন, বৈশ্বিক দুর্যোগে শত প্রতিকুলতার মাঝেও এস এ পরিবহন মানুষকে দিবা-রাত্রি সেবা দিয়ে আসছে। ঠিক তেমনিভাবে করোনা মোকাবেলায়ও অসহায় মানুষের পাশে থেকে যথাসাধ্য সেবা করার চেষ্টা চলছে।
দেশের স্বনাম ধন্য প্রতিষ্ঠান এস এ পরিবহন। দীর্ঘ ৩৯ বছর ধরে সুনামের সাথে মানুষের প্রয়োজনে পাশে আছে প্রতিষ্ঠানটি। অতীতে দেশের সিডর, আইলা, ভয়াবহ বন্যা এমনকি রোহিঙ্গাদের সাহায্যেও সহায়তার হাত বাড়িয়ে দেয় এস এ পরিবহন তথা এসএ গ্রুপ অব কোম্পানিজ।
বৈশ্বিক মহামারী করোনায় সারাদেশে যখন অচল, তখনও ক্ষতি মেনে নিয়ে জনসেবায় সার্ভিস পরিচালনা করছে এস এ পরিবহন। ব্যবসা বাণিজ্য সংকুচিত হলেও, জাতীয় এই দুর্যোগে, নিজ জন্মস্থান নোয়াখালীর সোনাইমুড়ির মানুষকে অনুদান দিতে ভুলেননি এলাকার কৃতি সন্তান সালাহউদ্দিন আহমেদ।
সোনাইমুড়ী উপজেলার ১০টি ইউনিয়ন ও পার্শ্ববর্তী চাটখিলের নোয়াখোলা ইউনিয়ন ছাড়াও পৌরসভা এলাকায় ১৩ হাজার পরিবারের মাঝে ত্রান বিতরন করে এস এ গ্রুপ। এতে প্রাণ ফিরে পায় করোনায় কর্মহীন দুস্থ ও অসহায় মানুষগুলো।
অসহায় মানুষদের পাশে আগামীতেও সালাহউদ্দিন আহমেদের সহায়তা প্রত্যাশা করেন স্থানীয় জনপ্রতিনিধিরা।
১২ মে থেকে টানা ৫ দিনসুষ্ঠুভাবে ত্রান বিতরন করতে পারায় শুকরিয়া জ্ঞাপন করে, সবাইকে ধন্যবাদ জানান এস এ গ্রুপের কর্ণধার।
আগামীতে পরিস্থিতি অনুযায়ী এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করবেন বলে জানান তিনি।
যেকোন দুর্যোগে এস এ গ্রুপের সেবা সবার কাছে পৌছে দিতে সোনাইমুড়ীবাসী তথা দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন সালাহউদ্দিন আহমেদ।