অষ্টম দিনের প্রচারণায় অংশ নিয়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের উদ্বুদ্ধ করছেন প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী

- আপডেট সময় : ০৬:২০:১৩ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২০
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
চট্টগ্রাম সিটি নির্বাচনে জয়ী হলে পাড়া-মহল্লা থেকে মাদকের আখড়া উচ্ছেদ করে বন্দর নগরীতে পর্যাপ্ত বিনোদন কেন্দ্র গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী। আর বিএনপি নেতাকর্মীরা ভোটকেন্দ্র পাহারা দেবে বলে নির্ভয়ে কেন্দ্রে আসতে ভোটারদের প্রতি আহবান জানিয়ে বিএনপি প্রার্থী ডাক্তার শাহাদাৎ হোসেন।
অষ্টম দিনের প্রচারণায় অংশ নিয়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের উদ্বুদ্ধ করতে এমন বক্তব্য দেন প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী। সকাল ১১ টায় নগরীর ফয়েজ লেক মোড় থেকে নির্বাচনী গণসংযোগ শুরু করেন বিএনপির মনোনীত মেয়র প্রর্থী ডাক্তার শাহাদাত হোসেন। এসময় প্রশাসন ও নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা জানিয়ে সুষ্ঠু নির্বাচনের জন্য কেন্দ্র পাহাড়ার দায়িত্ব নিতে নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়ে ভয়ভিতি উপেক্ষা করে ভোটের অধিকার আদায় করতে ভোটারদের প্রতি আহবান জানান তিনি। দুপুরের পর পাহাড়তলী এলাকা থেকে প্রচারণায় নামের আওয়ামীলীগের মেয়র প্রর্থী এম রেজাউল করিম চৌধুরী। এসময় বিএনপি প্রার্থীর বিরুদ্ধে ভোটারদের মাঝে আতংক ছড়ানোর অভিযোগ করেন তিনি। বলেন নির্বাচিত হতে পারলে বন্দর নগরীকে বিনোদন নগরী হিসেবেও গড়ে তুলবেন তিনি। এছাড়া মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধেও জিরো টলারেন্স নীতি গ্রহণের কথা জানান তিনি।