অলিভিয়ের জিরুর জোড়া গোলে মিলান ডার্বিতে জয় পেয়েছে এসি মিলান
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:০৯:০০ অপরাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৭০ বার পড়া হয়েছে
অলিভিয়ের জিরুর জোড়া গোলে মিলান ডার্বিতে জয় পেয়েছে এসি মিলান। সিরি আয় চির প্রতিদ্বন্দ্বিদের কাছে ২-১ গোলে হেরেছে ইন্টার।
ঘরের মাঠে দুর্দান্ত শুরু ইন্টার মিলানের। যদিও ম্যাচের ৩৮ মিনিটে লিড নেয় স্বাগতিকরা। গেস্টদের জাল কাপান ইভান প্যারিসিস। প্রথমার্ধে আর গোল পায়নি কেউই। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ইন্টার। দ্বিতীয়ার্ধে আক্রমনের ধার বাড়ায় এসি মিলান। গোল পেতে অপেক্ষা করতে হয় ৭৫ মিনিট পর্যন্ত। অলিভিয়ের জিরু ফেরান ম্যাচে সমতা। ৩ মিনিট বাদেই এই ফ্রেঞ্চ অ্যাটাকারের গোলে ২-১ এর লিড পায় এসি মিলান। শেষ বাঁশি পর্যন্ত আর বদলায়নি এই ফলাফল। এতে মিলান ডার্বি জিতে মাঠ ছাড়ে এসি মিলান। ২৩ ম্যাচ শেষে ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে ইন্টার। এক ম্যাচ বেশি খেলে ১ পয়েন্ট কম নিয়ে টেবিলের দুয়ে এসি মিলান।










