অর্ধেক যাত্রী ও বর্ধিত ভাড়ায় চলছে গণপরিবহণ

- আপডেট সময় : ১২:৩০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মে ২০২১
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
টানা তৃতীয় দফা বিধিনিষেধ শেষে ভোর থেকে মহানগর ও জেলার অভ্যন্তরে অর্ধেক যাত্রী ও বর্ধিত ভাড়ায় চলাচল করছে গণপরিবহণ। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সরকার ঘোষিত কঠোর লকডাউনে গত ১৪ এপ্রিল থেকে এ সিদ্ধান্ত বলবত থাকে।
গণপরিবহন খুললেও আন্তঃজেলা বাস খুলছে না এখনই। বিধিনিষেধের মেয়াদ থাকছে আগামী ১৬ মে মধ্যরাত পর্যন্ত। শুধুমাত্র জেলার গাড়ি জেলাতে চলাচল করতে পারবে। বন্ধ থাকবে দুরপাল্লার গাড়ি, ট্রেন ও নৌযান চলাচল। করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলে পরবর্তীতে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। সড়কে গণপরিবহন চলাচলে পাঁচটি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। আন্তঃজেলা গণপরিবহন বন্ধ রাখা, মোট আসন সংখ্যার অর্ধেক যাত্রী বহন না করা, সমন্বয়কৃত ভাড়া আদায়, গাড়িতে জীবাণুনাশক ব্যবহার করা। চালক, অন্য শ্রমিক কর্মচারী ও যাত্রীদের বাধ্যতামূলক মাস্ক পরিধান ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার নিশ্চিত করা।