অর্থনৈতিক মুক্তির পাশাপাশি দেশের সার্বিক উন্নয়নে ডেল্টা প্ল্যান ২১শ’ যুগান্তকারী ভূমিকা রাখবে: তাজুল ইসলাম

- আপডেট সময় : ০৮:৫৪:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মে ২০২২
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
অর্থনৈতিক মুক্তির পাশাপাশি দেশের সার্বিক উন্নয়নে ডেল্টা প্ল্যান ২১শ’ যুগান্তকারী ভূমিকা রাখবে বলে জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম। ডেল্টা প্ল্যান নিয়ে ঢাকায় দু’দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্সের সমাপনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। ডেল্টা প্ল্যান বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশ সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত হবে বলে জানান পানিসম্পদ উপ-মন্ত্রী এনামুল হক শামীম।
পানি সংকটের চ্যালেঞ্জ মোকাবিলা করে উন্নত ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে বিশ্বের প্রথম দেশ হিসেবে শতবর্ষী ব-দ্বীপ পরিকল্পনা বাস্তবায়ন করছে বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় ঢাকায় অনুষ্ঠিত হলো ডেল্টা প্ল্যান ২১শ’ নিয়ে দু’ দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন।
ব-দ্বীপ পরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশকে প্রত্যক্ষভাবে সহায়তা করছে নেদারল্যান্ড। সমাপনী অনুষ্ঠানে নেদারল্যাণ্ডের বিশেষজ্ঞরা বলেন, ডেল্টা প্ল্যান বাস্তবায়নে বাংলাদেশ সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত হবে।
অনুষ্ঠানে পানিসম্পদ উপ-মন্ত্রী এনামুল হক শামীম বলেন, পানিসম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমে উপকূলীয় অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করছে সরকার।
ডেল্টা প্ল্যান ২১শ’ দেশের অর্থনৈতিক মুক্তির পাশাপাশি সুখী-সমৃদ্ধ, টেকসই বাংলাদেশ গড়তে অগ্রণী ভূমিকা রাখবে বলে জানান এলজিআরডি মন্ত্রী।
নতুন প্রজন্মের জন্য সমৃদ্ধশালী ও টেকসই বিশ্ব গড়তে আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে বন্ধুপ্রতীম ও প্রতিবেশী রাষ্ট্রগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।