অর্থনৈতিক দুরবস্থায় সাধারণ মানুষের ঈদ-আনন্দ ম্লান হয়ে গেছে: মির্জা ফখরুল

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মে ২০২২
- / ১৬১১ বার পড়া হয়েছে
অর্থনৈতিক দুরবস্থায় সাধারণ মানুষের ঈদ-আনন্দ ম্লান হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জিয়ার মাজারে শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, খালেদা জিয়া রাজনৈতিক প্রতিহিংসার শিকার।
দলের মহাসচিবসহ জাতীয় নেতারা জিয়াউর রহমানের মাজারে যান শ্রদ্ধা জানাতে। পরে বিএনপি মহাসচিব দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান। সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে সরকারের সমালোচনা করেন।
অর্থনৈতিক দুরবস্থায় ঈদ আনন্দ মাটি হয়ে গেছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।
রাজধানীর নয়াপল্টনে গরীব অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নিত্যপণ্যসহ নানা জিনিষ নিয়ে সরকারের সিন্ডিকেট সক্রিয় বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা।