অর্থনৈতিক উন্নয়নে কূটনীতিকে সবার আগে প্রাধান্য দেয়া হচ্ছেঃ প্রধানমন্ত্রী

- আপডেট সময় : ০৮:১১:৫০ অপরাহ্ন, রবিবার, ২৮ নভেম্বর ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
অর্থনৈতিক উন্নয়নে কূটনীতিকে সবার আগে প্রাধান্য দেয়া হচ্ছে বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ঢাকায় আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন ২০২১-এর উদ্বোধনী অনুষ্ঠানে, আন্তর্জাতিক বিনিয়োগকারীদের এদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে সরকার প্রধান বলেন, বাংলাদেশে এখন বিনিয়োগের উপযুক্ত পরিবেশ চলছে। বলেন, এর জন্য যে কোন ধরনের সহযোগিতা করতে প্রস্তুত সরকার।
বিশ্বের অন্যতম লাভজনক বিনিয়োগ গন্তব্য হিসেবে বাংলাদেশকে তুলে ধরতে, ঢাকায় শুরু হলো আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপানসহ এবারের সম্মেলনে অংশ নিয়েছেন, বিশ্বের ৫৪টি দেশের প্রতিনিধিরা।
রাজধানীর রেডিশন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে, ভার্চুয়াল মাধ্যমে দুদিনের এই সম্মেলনের উদ্বোধন করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উদ্বোধনী বক্তব্যে বিনিয়োগের হালনাগাত পরিবেশ তুলে ধরেন, বাংলাদেশ সরকার প্রধান। বলেন, ভৌগলিক অবস্থানের কারণে এমন সুযোগ মিলবে আন্তর্জাতিক বিনিয়োগকারীদেরও।
দেশের অবকাঠামো উন্নয়নের কথা তুলে ধরে তিনি বলেন, এর বাইরে বিনিয়োগকারীদের যে কোন ধরনের সহযোগিতা করবে, তার দেশ।
এই সম্মেলনের মাধ্যমে বিশ্বে বাংলাদেশী পণ্যের নতুন বাজার সৃষ্টি হবে বলে আশা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।