অর্থনীতির চাকা গতিশীল করতে মৎস্য ও প্রাণী সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:২৮:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২০
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অর্থনীতির চাকা গতিশীল করতে মৎস্য ও প্রাণী সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বআরোপ করেছেন বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদমন্ত্রী অ্যাডভোকেট শ.ম রেজাউল করিম।
দুপুরে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষি, মৎস্য ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি । পরে মন্ত্রী সুবিধাভোগীদের মাঝে কৃষির বিভিন্ন উপকরণাদি, মৎস্য বিভাগের এলএসপিদের মাঝে পরিবেশ বান্ধব বাইসাইকেল ও মাছের খাদ্য বিতরণ শেষে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন মাছের পোনা অবমুক্ত করেন।
এ সময় অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন, উপজেলা চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদারসহ বিভিন্ন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।