অমর একুশে বইমেলা উপলক্ষে জঙ্গী হামলার আশংকা একেবারে উড়িয়ে দেয়া যায় না: ডিএমপি কমিশনার
- আপডেট সময় : ০২:০৫:২৯ অপরাহ্ন, রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬৪০ বার পড়া হয়েছে
অমর একুশে বইমেলা উপলক্ষে জংগী হামলার আশংকা একেবারে উড়িয়ে দেয়া যায় না বলে সতর্ক করেছেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। ব্লগার অভিজিৎ হত্যার রায়ের পর জংগীরা অনেকটাই ক্ষিপ্ত থাকার আশংকা করে কমিশনার বলেন, আইন শৃঙ্খলা বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে।সকালে বইমেলার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করতে এসে সোহরাওয়ার্দী উদ্যানে অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুমের সামনে সংবাদ সম্মেলনে এসব কথা জানান ডিএমপি কমিশনার।
১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা। ঐতিহ্যবাহী এই মেলা আয়োজনে বাংলা একাডেমীতে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি।
মেলার আইন শৃঙ্খলার পরিস্থিতি দেখতে সকালে মেলা প্রাংগন ঘুরে দেখেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম।
যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বইমেলা, একাডেমীর আশপাশের এলাকায় নিরাপত্তা বলয় তৈরি কথা জানান ডিএমপি কমিশনার। করোনা নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তরের বিধি নিষেধ মানারও তাগিদদেন তিনি।
ব্লগার অভিজিৎ হত্যার রায়ের পর জঙ্গিদের তৎপরতার নিয়ে প্রতিক্রিয়া জানান তিনি।
এই এলাকায় কোন প্রকার হকার বা ভ্রাম্যমান দোকান প্রবেশে নিষেধাজ্ঞা দেয় ডিএমপি
এছাড়া গ্রন্থমেলায় কোন সাম্প্রদায়িক উস্কানিমূলক বই যেন ঢুকতে না পারে সে বিষয়ে প্রতিক্রিয়া জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রাব্বানী।
বাংলা একাডেমির পক্ষ থেকে জানানো হয়, মেলায় অগ্নিনির্বাপণের জন্য থাকবে ফায়ার টেন্ডার ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা। দোয়েল চত্ত্বর থেকে টিএসসি চত্ত্বর পর্যন্ত কোন গাড়ি চলাচল করতে দেয়া হবে না। শুধুমাত্র বাংলা একাডেমীর স্টিকারযুক্ত গাড়ি প্রবেশ করতে পারবে।

















