অভিযোগ-পাল্টা অভিযোগের মধ্যদিয়ে শেষ হয়েছে পৌরসভা নির্বাচন

- আপডেট সময় : ০৫:১৪:৩০ অপরাহ্ন, রবিবার, ১৬ জানুয়ারী ২০২২
- / ১৫৫০ বার পড়া হয়েছে
অভিযোগ-পাল্টা অভিযোগের মধ্যদিয়ে শেষ হয়েছে চট্টগ্রামের বাঁশখালী, নোয়াখালী সদর, যশোরের ঝিকরগাছা, নাটোরের সদর ও বাগাতিপাড়া পৌরসভার নির্বাচন । ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনা।
শীত উপেক্ষা করে সকাল থেকে ভোট কেন্দ্রগুলোতে দীর্ঘ লাইন দেখা গেছে। নোয়াখালী জেলা পুলিশ সুপার জানান, ভোট কেন্দ্রের নিরাপত্তার জন্য প্রতিটি পৌরসভায় ৭৫০ জন করে পুলিশ মোতায়েন রয়েছে। মেয়র পদে ৭, কাউন্সিলরে ৬৩ ও সংরক্ষিত কাউন্সিলরে ১৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নাটোর ও বাগাতিপাড়া পৌরসভার ভোটাররা জানান, প্রশিক্ষণের মাধ্যমে ইভিএমে ভোট দেয়া শিখেছেন তারা। নাটোর পৌরসভার মোট ভোটার ৬৪ হাজার ২৩৪ জন। মামলা সংক্রান্ত জটিলতায় দীর্ঘ ১৬ বছর পরে ভোট হলো বাগাতিপাড়া পৌরসভায়।
যশোরের ঝিকরগাছা পৌরসভার নির্বাচনেও সকাল থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছে ভোটাররা।
চট্টগ্রামের বাঁশখালী পৌরসভা নির্বাচনেও ভোটগ্রহণ শেষে চলছে গণনা।