অভিযুক্তকে গ্রেফতারের পর কাজে ফিরেছেন ইন্টার্নী চিকিৎসকরা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
লাঞ্ছিতের ঘটনায় অভিযুক্তকে গ্রেফতারের পর কাজে ফিরেছেন ইন্টার্নী চিকিৎসকরা। রোগীকে দেখতে আসায় দেরী হওয়ায় শুক্রবার গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে দুই ইন্টার্ন চিকিৎসক লাঞ্ছনার শিকার হন।
৭ জুলাই সদর উপজেলার বাজুনিয়া গ্রামের সংঘর্ষে আহত গোপালগঞ্জ আড়াইশ’ শয্যার জেনারেল হসাপাতালে ভর্তি হন বুলবুল নামে একজন। শুক্রবার বিকেলে ওই রোগীর স্বজনরা তাকে দেখতে যান। এসময় চিকিৎসক তাহমিদ আঞ্জুম আবীরকে ডেকে আনতে যান তারা। ওই ডাক্তার আসতে দেরি করায় তার সাথে রোগীর স্বজনদের বাকবিতন্ডা হয়। পরে রাতে ডাক্তার তাহমিদ ও আলমগীরকে মারধর করেন তারা। এ ঘটনায় ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি নূর মোহাম্মদ বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় মামলা করেন। পরে অভিযান চালিয়ে আসামী আমিনুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ।