অভিযান চালিয়ে সিদ্ধিরগঞ্জে অবৈধ গ্যাস সংযাগ বিচ্ছিন্ন
 
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৮:৩১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৯৮ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও র্যাব অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযাগ বিচ্ছিন্ন করেছে।
সকাল থেকে বিকেল পর্যন্ত আটি হাউজিং এলাকায় প্রায় দুইশত বাড়ীর অবৈধ গ্যাস সংযাগ বিচ্ছিন্ন করা হয়। এতে উপস্থিত ছিলেন তিতাসের ফতুল্লা অঞ্চলের ব্যবস্থাপক প্রকৌশলী রবিউল ইসলাম,র্যাব-১১ এর সিনিয়র সহকারী পরিচালক এএসপি জসিম উদ্দিন, সহকারী পরিচালক পরিদশর্ক রবিউল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তা। উল্লেখ্য, নারায়নগঞ্জর তল্লা বাইতুস সালাত জাম মসজিদে বিস্ফোরণের ঘটনায় ৩১ জন নিহত হওয়ার পর থেকে জেলার অবৈধ গ্যাস সংযাগ লাইন বিচ্ছিন্ন করার দাবী উঠে।

 
																			 
																		















