অভিযানে বাধা দিলেই বাজার কমিটির বিরুদ্ধে ব্যবস্থা : ভোক্তা অধিদপ্তর

- আপডেট সময় : ০৮:১৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩
- / ১৫৭০ বার পড়া হয়েছে
অভিযানে বাধা দিলেই বাজার কমিটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারী দিয়েছেন ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক। নকল ও ভেজাল কসমেটিকসে বাজার সয়লাব হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।
সকালে রাজধানীতে কসমেটিকস ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায়, নকল ও ভেজাল পণ্য বিক্রি না করার আহবান জানান তিনি। ভোক্তাদের প্রতারণার হাত থেকে রক্ষায় রোববার থেকে অভিযান জোরদার করা হবে বলে জানান এএইচএম সফিকুজ্জামান।
দেশের কসমেটিকসের বাজারে নকল ও ভেজালের দৌরাত্ম ক্রমেই বাড়ছে। উৎসব এলেতো কথাই নেই। বেশিরভাগ বিদেশী প্রসাধানীর নকল বাজারে ছাড়া হয়। এতে প্রতারিত হন ভোক্তারা।
এমন বাস্তবতায়, নকল ও ভেজাল কসমেটিকসের দৌরাত্ম কমাতে কসমেটিকস পণ্য আমদানিকারক, বাজারজাতকারী ও ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সভায় বাজারে নকল প্রসাধনী ছড়িয়ে পড়ার তথ্য তুলে ধরেন ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা।
সভায় মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি স্বীকার করলেন, ভেজাল প্রসাধনী ব্যবহারে নিজেই ক্ষতির শিকার হয়েছেন। তবে অসাধু ব্যবসায়ীর দায় সংগঠন নেবে না বলে সাফ জানান তিনি।
আর সমিতির সাধারণ সম্পাদক অভিযানের সময় ব্যবসায়ীদের আচরণের। জন্য দু:খ প্রকাশ করেন। ভোক্তাদের অধিকার রক্ষায় ভেজালের সঙ্গে কোনো আপোষ নয় বলে হুশিয়ারি দেন ভোক্তা অধিকারের মহাপরিচাক।
ভেজাল প্রসাধনী উৎপাদন ও বিপণনে জড়িতদের বিরুদ্ধে অভিযান জোরদার করা হবে বলে জানান এ এইচ এম সফিকুজ্জামান।