অবৈধ অস্ত্র ও মাদকসহ গোল্ডেন মনিরকে গ্রেফতার

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৩:৫০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২০
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
রাজধানীর মেরুল বাড্ডা থেকে অবৈধ অস্ত্র ও মাদকসহ ব্যবসায়ী মনিরুল ইসলাম ওরফে গোল্ডেন মনিরকে গ্রেফতার করেছে রেপিড অ্যাকশন ব্যাটালিয়ন রেব। রেব জানায় গাড়ি ও স্বর্ণের ব্যবসা রয়েছে মনিরের।
এর আগে শুক্রবার রাত ১০টা থেকে শুরু হয়ে অভিযান চলে রাতভর। শনিবার সকালে রেব সদর দপ্তর থেকে পাঠানো বার্তায় গোল্ডেন মনিরকে গ্রেফতারের বিষয়টি জানায় রেব। অভিযানে ১ কোটি ৯ লাখ নগদ টাকা ও ৮ কেজি স্বর্ণ জব্দ করা হয়। এছাড়া, ৫টি বিলাস বহুল গাড়িও জব্দ করেছে রেব। গোল্ডেন মনিরের বাসায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন রেবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু। মনিরের ব্যবসা প্রতিষ্ঠানেও অভিযান চালানো হয়।