অবৈধভাবে বালু তোলায় পঞ্চগড়ে করতোয়াসহ অন্যান্য নদীর গতিপথ পরিবর্তন হয়ে যাচ্ছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩৪:২৬ অপরাহ্ন, রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
অবৈধভাবে বালু তোলায় পঞ্চগড়ে করতোয়াসহ অন্যান্য নদীর গতিপথ পরিবর্তন হয়ে যাচ্ছে। ভেঙ্গে যাচ্ছে নদীর পাড়। জেলার ছোট-বড় ৪৪টি নদীই প্রায় বালু সন্ত্রাসীর শিকার। এতে করে ভূমিকম্পে ক্ষতির মুখে পড়বে পঞ্চগড়।
পঞ্চগড়ে বৈধ বালুমহাল আছে ১৫টি। কিন্তু, সরজমিনে দেখা গেছে এর বাইরেও প্রায় শতাধিক জায়গা থেকে অবৈধভাবে বালু তোলা হচ্ছে। প্রশাসনের নাকের ডগায় এভাবে বালু তোলায় ক্ষোভ জানিয়েছে স্থানীয়রা।
অবৈধভাবে বালু উত্তোলনকারীদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা দেয়া হচ্ছে বলে জানান, জেলা প্রশাসক।
নির্বিচারে বালু তোলায় পরিবেশও হুমকির মুখে পড়ছে। দ্রুত বালুখেকোদের শাস্তির দাবি জানিয়েছে জেলার সচেতন মহল।