অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে নদীগর্ভে বিলীন হয়ে গেছে প্রায় শতাধিক ঘরবাড়ি

- আপডেট সময় : ০২:৪১:০২ অপরাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
মাদারীপুরের আড়িয়াল খাঁ নদ থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে নদীগর্ভে বিলীন হয়ে গেছে প্রায় শতাধিক ঘরবাড়ি। হুমকির মুখে রাজারচর-কালকিনি সড়ক ও আশপাশের গ্রাম। ঘরবাড়ি হারিয়ে দিশেহারা নদের পাড়ের মানুষ। প্রশাসনের কাছ থেকে বার বার আশ্বাস মিললেও সমাধান পাচ্ছেন না ভুক্তভোগীরা।
স্থানীয়ার জানান, গত ৩বছর ধরে আড়িয়াল খাঁ নদে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে একটি প্রভাবশালী মহল। এতে দেখা দিয়েছে ব্যাপক ভাঙ্গন। কালকিনি উপজেলার আলিনগর ইউনিয়নের চর-গোহলপাতিয়া ও চর-কালকিনি গ্রামের অনেক ঘরবাড়ি ও জমি এরি মধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। হুমকিতে রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়, মসজিদসহ একাধিক স্থাপনা। স্থানীয়রা একাধিকবার প্রশাসনকে জানালেও বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি বলে অভিযোগ তাদের।
অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে নিয়মিত মামলা দিয়ে ব্যবস্থা নেয়ার কথা জানান জেলা প্রশাসক। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা।