অবিলম্বে বর্তমান সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে : মির্জা ফখরুল

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০২:০৮ অপরাহ্ন, শনিবার, ১৪ মে ২০২২
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
১৯৭৫’র মতো আওয়ামী লীগ আবারো গণতন্ত্রের হত্যায় মেতেছে বলে মন্তব্য করেছেনবিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দিনাজপুরের দ্বিবার্ষিক সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। গণতন্ত্রের মুখোশধারী এই দলটি ইতিহাসের পাতা থেকে একদিন হারিয়ে যাবে বলেও মন্তব্য তার। সকালে কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব আরো বলেন, আওয়ামী লীগের হত্যা-গুমের রাজনীতি আজ বিশ্ব স্বীকৃত। বিএনপি কোনো অবস্থাতেই এই সরকারের অধীনে নির্বাচনে যাবে না। তাই অনতিবিলম্বে তত্ত্বাবধায়ক সরকার গঠনের আহ্বান জানান মির্জা ফখরুল।