অবশেষে শনিবার হচ্ছে আলোচিত ফুটবল ফেডারেশন নির্বাচন
- আপডেট সময় : ১১:৩৫:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২০
- / ১৫৬০ বার পড়া হয়েছে
অবশেষে শনিবার হচ্ছে আলোচিত ফুটবল ফেডারেশন নির্বাচন। ২১ পদে জন্য লড়বেন ৪৭ প্রার্থী। টানা ৪র্থ মেয়াদে সভাপতি হতে ভোটযুদ্ধে নামবেন কাজী সালাউদ্দিন।
দুপুর ২টা থেকে শুরু হবে ভোটগ্রহণ। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এর আগে সকালে হবে বার্ষিক সাধারণ সভা। সভাপতি পদে ৩ প্রার্থী। কাজী সালাউদ্দিনের সাথে শফিকুল ইসলাম মানিক আর সময়মতো মনোনয়ন প্রত্যাহার না করায় ব্যালটে থাকছে আলোচিত বাদল রায়ের নাম। দেশসেরা সাবেক ২ ফুটবলার ভোটযুদ্ধে সামিল সিনিয়র সহসভাপতি পদে। যেখানে লড়বেন সালাম মুর্শেদী ও শেখ মোহাম্মদ আসলাম। এছাড়া লড়াই হবে সহসভাপতির ৪ পদেও। ১৫ সদস্য পদে সম্মিলিত আর সমন্বয় পরিষদ থেকে পরীক্ষায় অংশ নিচ্ছেন ৩০ জন। আর ৪ জন স্বতন্ত্র প্রার্থী। সারাদেশের ১৩৯ জন্য ডেলিগেটের থাকছে ভোটাধিকার। ৭২টি ভোট জেলা ও বিভাগীয় কাউন্সিলরদের। বাকিগুলো বিভিন্ন ক্লাব, বোর্ড আর সংস্থার।



















