অবশেষে রহস্যজনকভাবে জামিন পেলেন বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলাম

- আপডেট সময় : ০৬:৩৩:২০ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২০
- / ১৫৬২ বার পড়া হয়েছে
অবশেষে রহস্যজনকভাবে জামিন পেলেন বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলাম। গুরুত্বর আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকাল সাড়ে ১১টায় তাকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: সুজাউদ্দৌলা তার জামিন মঞ্জুর করেন। তবে তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয় আরিফুলের জামিনের জন্য কোনো আবেদন করা হয়নি।
গেল শুক্রবার রাত ১২টার দিকে সাংবাদিক আরিফুল ইসলামের চড়ুয়াপাড়ার বাড়িতে আনসার সদস্যদের নিয়ে অভিযান চালায় জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমার নেতৃত্বে কয়েকজন ম্যাজিস্ট্রেট। এসময় তাকে ধরে আনা হয় জেলা প্রশাসকের কার্যালয়ে। সেখানে নির্যাতনের পর বাসায় আধা বোতল মদ ও দেড়শো গ্রাম গাঁজা রাখার অভিযোগে এক বছরের কারাদণ্ড দেয় নির্বাহী ম্যাজিস্ট্রেট। রোববার রহস্যজনকভাবে তার জামিন মিলেছে। চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে হাসপাতালে। এসময় বর্বর নির্যাতনের বর্ণনা দেন নির্যাতিত সাংবাদিক আরিফুল ইসলাম।
এদিকে, জেলা প্রশাসকসহ জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী ও সাংবাদিকরা।
সাংবাদিকরা আরিফুলের নি:শর্ত মুক্তির দাবি করলেও ২৫ হাজার টাকা মুচলেকায় মামলাটি চলমান রেখে তার জামিন প্রদান করেছে আদালত।
ক্ষমতার অপব্যবহার করে সাংবাদিক নির্যাতন, মামলা ও রহস্যজনক জামিন দেয়ার কারণে জেলা প্রশাসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার খবরে খুশি হলেও জেলা প্রশাসকসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে স্থানীয়রা।