পাম অয়েলের ওপর দেয়া নিষেধাজ্ঞা তুলে নিলো ইন্দোনেশিয়া

- আপডেট সময় : ০৯:০৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মে ২০২২
- / ১৫৮৯ বার পড়া হয়েছে
অবশেষে পাম তেল রফতানির ওপর দেয়া নিষেধাজ্ঞা তুলে নিলো ইন্দোনেশিয়া। সোমবার থেকে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার কার্যকর হবে। বৃহস্পতিবার নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো।
দেশটির ১ কোটি ৬৫ লাখ হেক্টর জমিতে পাম চাষ হয়। তাদের অর্থনীতির অন্যতম চালিকাশক্তিও এই খাত। প্রতিমাসে আড়াইশো থেকে তিনশো কোটি ডলারের পামওয়েল রফতানি করে দেশটি। তবে, সম্প্রতি স্থানীয় বাজারে দাম কমানোর নামে রফতানি বন্ধের ঘোষণা দেয় দেশটির সরকার। এর পরপরই ইন্দোনেশিয়ার বাজারে পামওয়েল ও এর কাঁচামালের দাম কমে গেছে, যা বিপাকে ফেলেছে চাষীদের। বিশ্বজুড়ে ভোজ্যতেল হিসেবে সবচেয়ে বেশি ব্যবহার হয় পামওয়েল। আর বিশ্বের প্রায় অর্ধেক পামওয়েল যোগান দেয় ইন্দোনেশিয়া। তারা রফতানি বন্ধ করায় এর প্রভাব পড়েছে বিভিন্ন দেশে। তাই ইন্দোনেশিয়ায় কমলেও অনেক জায়গায়ই বেড়েছে ভোজ্যতেলের দাম। যার ফলে বেড়েছে অনেক খাবারের দামও। বিশ্বের শীর্ষ পামওয়েল রফতানিকারক দেশ ইন্দোনেশিয়া।