অবশেষে ধরা দিলো সোনালী ট্রফি

- আপডেট সময় : ০৯:৫৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৮১ বার পড়া হয়েছে
হতে হতেও যা হচ্ছিল না, অবশেষে ধরা দিলো সোনালী ট্রফি। দীর্ঘ দিনের অপেক্ষা ঘুচিয়ে স্বপ্নের শিরোপা জিতে আনন্দে ভাসছে স্বপ্না, মনিকা, শামসুন্নাহাররা। কঠোর পরিশ্রমের কারণেই সাফল্য এসেছে বলে মনে করেন কোচ গোলাম রব্বানী ছোটন আর উইমেন্স উইং চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।
শেষ বাঁশি বাজতেই যেন কেঁপে উঠল বাংলাদেশের ডাগআউট। নেচে উঠল মেয়েরা। শুরু হলো বাঁধনহারা উদযাপন। আকাশ ছুঁয়ে পরস্পরকে আলিঙ্গনে জড়ানোর উচ্ছ্বাস।
দীর্ঘ পথ পেরিয়ে ধরা দিল স্বপ্নের ট্রফি, রচিত হলো ইতিহাস। কোচ গোলাম রব্বানী ছোটনকে শূন্যে ছুঁড়ে সম্মান আর ভালোবাসার চিহ্ন এঁকে দিলেন সাবিনা-কৃষ্ণা-মনিকারা। উৎসব যেন শেষই হতে চায় না। এমন দিন স্মৃতির ফ্রেমে কে না রাখতে চায়।
এক আসরে ভারত-নেপালের মতো দলের বাধা পেরনো। সঙ্গে স্বাগতিক দর্শকদের সামনে তাদেরই হতাশায় ডুবিয়ে শিরোপা উৎসব আনন্দের মাত্রা বাড়াতে আর কিইবা লাগে।
সুশৃঙ্খল জীবযাপন আর কঠোর পরিশ্রমই সাফল্য এসেছে বলে মনে করেন কোচ গোলাম রব্বানী ছোটন আর নারী ফুটবল কিমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ
নেপালে শুরু হওয়া উৎসব রঙিন হবে বুধবার। সেদিন ট্রফি নিয়ে ঢাকা ফিরবে বাংলাদেশ দল।