অবশেষে দক্ষিণ আফ্রিকার সফরে থাকছেন না সাকিব
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৩:০৯ অপরাহ্ন, বুধবার, ৯ মার্চ ২০২২
- / ১৫৯০ বার পড়া হয়েছে
অবশেষে দক্ষিণ আফ্রিকার সফরে থাকছেন না সাকিব আল হাসান। সব ধরনের ক্রিকেট থেকে ৩০ এপ্রিল পর্যন্ত সাকিবের ছুটি মঞ্জুর করেছে বিসিবি।
খবরটি নিশ্চিত করেছেন অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। রোববার রাতে দুবাইয়ের উদ্দেশে ঢাকা ছাড়ার আগে মানসিক ও শারীরিক অবস্থা বিবেচনায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিশ্রাম চেয়েছিলেন সাকিব। আবেদন মঞ্জুর করে সাকিবকে ছুটি দিয়েছে বিসিবি। দুবাই থেকে ঢাকা ফেরার পর সাকিবের সাথে আলোচনায় বসবেন বিসিবির কর্মকর্তারা। সাকিবের কাছে তার ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইবে বলে জানিয়েছেন জালাল ইউনুস। এদিকে, তাকে বিশ্রাম দেয়ায় শুধু দক্ষিণ আফ্রিকা সফরই নয় মিস করবেন ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটও। আগামী ১৫ মার্চ থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে সাকিব মোহামেডানের হয়ে খেলার কথা ছিল। জার্সি উন্মোচন করেই দেশ ছেড়েছিলেন সাকিব।










