অবশেষে গভীর রাতে হলে ফিরল ছাত্রীরা

- আপডেট সময় : ০২:৪৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জানুয়ারী ২০২২
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
হল প্রভোস্টের পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলনরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক ছাত্রীরা অবশেষে হলে ফিরেছেন। গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আশ্বাসে আন্দোলন থেকে সরে আসেন তাঁরা। তবে, ইতিবাচক সাড়া না পেলে ফের আন্দোলনের ইঙ্গিত রয়েছে।
ছাত্রীদের সঙ্গে প্রাধ্যক্ষের অসদাচরণের অভিযোগে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেয় কয়েকশ’ ছাত্রী। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা থেকে ছাত্রীরা দুই দফা দাবিতে বিক্ষোভ করে। প্রাধ্যক্ষ ও সহকারী প্রাধ্যক্ষদের পদত্যাগ দাবিতে স্লোগান দিতে থাকেন। আন্দোলনরত ছাত্রীদের অভিযোগ—বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রভোস্ট জাফরিন আহমেদ লিজার দুর্ব্যবহারের তাঁরা অতিষ্ঠ। বারবার জানিয়েও কোনো সুরাহা হয়নি। এ সব কারণে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় আন্দোলনে নামেন হলের ছাত্রীরা। তাঁরা হলের বাইরে অবস্থান নিয়ে হল প্রভোস্টের পদত্যাগসহ তিন দফা দাবি জানান। একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল কমিটির সদস্যেরা আন্দোলনকারী ছাত্রীদের দাবি মেনে নেয়ার আশ্বাস দেন। পরে রাত আড়াইটার দিকে আন্দোলন প্রত্যাহার করা হয়।