অবশেষে করোনা থেকে মুক্তি মিললো পাকিস্তানি পেসার হারিস রউফের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০
- / ১৫৯২ বার পড়া হয়েছে
অবশেষে করোনাভাইরাস থেকে মুক্তি মিললো পাকিস্তানি পেসার হারিস রউফের। এক মাসেরও বেশি সময় ধরে আক্রান্ত থাকার পর সুস্থ হয়েছেন তিনি।
ফলে ইংল্যান্ডে সফররত পাকিস্তান দলে যোগ দিতে পারবেন রউফ। চলতি সপ্তাহেই ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বেন তিনি। গেলো মাসের ২২ তারিখ করোনা পজিটিভ হয়েছিলেন রউফ। এরপর ২০ জুলাই পর্যন্ত ছয়বার কোভিড-১৯ পরীক্ষা করা হয় তার। যার মধ্যে প্রথম পাঁচবার ফল আসে পজিটিভ। এদিকে হারিস রউফ করোনামুক্ত হচ্ছিলেন না দেখে পাকিস্তানের প্রধান নির্বাচক ও কোচ মিসবাহ উল হক তার ব্যাকআপ হিসেবে মোহাম্মদ আমিরকে দলে ফিরিয়েছিলেন। তবে হারিস রউফ সুস্থ হলেও, বাদ পড়বেন না কেউই। দু’জনকেই রাখা হবে স্কোয়াডে। শুধুমাত্র টি টুয়েন্টি সিরিজে খেলবেন হারিস রউফ। ২০ সদস্যের টেস্ট দলে রাখা হয়নি তাকে। ইংল্যান্ডের সাথে তিন টেস্ট ও তিন টি-টুয়েন্টি খেলবে পাকিস্তান।



















