অবশেষে উদ্ধার আর্চারের বিশ্বকাপজয়ী মেডেল

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫১:০৮ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
অবশেষে উদ্ধার হয়েছে আর্চারের বিশ্বকাপজয়ী মেডেল। নিজের বেডরুমেই ২০১৯ বিশ্বকাপ জয়ের মেডেলটি খুজে পেয়েছেন ইংল্যান্ডের তারকা পেসার জোফরা আর্চার। এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে আর্চার নিজেই।
ইতিহাসের সেরা ফাইনাল খেলে ২০১৯ বিশ্বকাপ জিতেছে ইংল্যান্ড। সেটাও আবার প্রথমবারের মতো। বিশ্বজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন জোফরা আর্চার। শিরোপা জয়ের স্মারক হিসেবে অন্যদের মতো তিনিও পেয়েছিলেন একটি মেডেল। কিন্তু বাসা বদল করতে হঠাৎই বিশ্বকাপজয়ী স্মারকটি হারিয়ে ফেলেন আর্চার। অবশেষে এক সপ্তাহর পর খুজে পেয়েছেন মেডেলটি। ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ে বড় অবদান ছিল আর্চারের। ২০ উইকেট নিয়ে তিনি ছিলেন দলের সফলতম বোলার। এর আগে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি দেয়া এক সাক্ষাৎকারে বিশ্বকাপজয়ী মেডেল হারিয়ে ফেলার বিষয়টি প্রকাশ্যে আনেন আর্চার।