অবশেষে আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে গেলো যুক্তরাজ্য

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
৪৭ বছরের সম্পর্ক ছেদ করে অবশেষে আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে গেলো যুক্তরাজ্য।
তিন বছর ধরে নানা ঘটনা ও দুইজন ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদত্যাগের পর বাংলাদেশ সময় শনিবার ভোর ৫টায় কার্যকর হলো বহুল আলোচিত ব্রেক্সিট। প্রায় সাড়ে তিন বছর আগে গণভোটে এই ব্রেক্সিটের পক্ষে ভোট দিয়েছিলো যুক্তরাজ্যের জনগণ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, ঐতিহাসিক এই মুহূর্তটিতে যুক্তরাজ্যে যেমন উৎসব পালন করেছে, তেমনি এর প্রতিবাদে বিক্ষোভও করেছে অনেকে। এর আগে, গেলো বুধবার ইউরোপিয়ান পার্লামেন্টে ৬২১-৪৯ ভোটে আনুষ্ঠানিকভাবে পাস হয় চুক্তিটি। ওই চুক্তি অনুযায়ী, ২৮ সদস্যের অর্থনৈতিক জোটটি থেকে বের হয়ে গেলো যুক্তরাজ্য। এদিকে, দেশকে ঐক্যবদ্ধ করে সামনে এগিয়ে নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।