অবরুদ্ধ গণতন্ত্রকে মুক্ত করতে নজরুলের আদর্শ অনুসরণ করতে হবে : মির্জা ফখরুল

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২
- / ১৫৩২ বার পড়া হয়েছে
অবরুদ্ধ গণতন্ত্রকে মুক্ত করতে নজরুলের আদর্শ অনুসরণ করতে হবে নেতা-কর্মীদের বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
অন্যায়, অত্যাচার ও দুঃশাসন থেকে মুক্তি পেতে বিদ্রোহী কবির লেখনী প্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছে। সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয় কবি কাজী নজরুলের ১২৩তম জন্মবার্ষিকীর আলোচনায় এসব কথা বলেন তিনি। সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের হামলার ঘটনায় উদ্বেগ জানান তিনি। নারীদের ওপর হামলার নিন্দা জানান বিএনপি মহাসচিব। আধিপত্যবাদের সঙ্গে লেজুড়বৃত্তি নয়, নিজস্ব জাতিসত্তার ভিত্তিতে বিএনপি রাজনীতি করবে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।