অবকাঠামো সুবিধা না থাকায় পর্যটকশূণ্য হবিগঞ্জ

- আপডেট সময় : ০৬:৩৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
পর্যটন জেলা হবিগঞ্জ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে পর্যটকরা। অপার সম্ভাবনায় ভরপুর জেলাটি ভ্রমণপিপাসুদের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকায় দিন দিন পর্যটক শূন্য হয়ে পড়ছে স্পটগুলো। পর্যটকদের উপস্থিতি বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানান জেলা প্রশাসন।
হাওড়, টিলা, পাহাড়, বন ও চা বাগানে ভরপুর হবিগঞ্জ জেলা। মুক্তিযুদ্ধের প্রথম সেনাসদর দপ্তর, সাতছড়ি জাতীয় উদ্যান, ঐতিহ্যবাহী সাগরদীঘি, ৪’শ বছরের পুরোনো বিথঙ্গল আখড়া, ৫ শত বছরের পুরোনো উচাইল শংকরপাশা শাহী মসজিদসহ বহু পুরোনো স্থাপত্য রয়েছে এই জেলায়।
আধুনিক সুযোগ সুবিধা না থাকায় দিন দিন পর্যটনশূন্য হয়ে পড়ছে হবিগঞ্জ জেলা। পর্যটন এলাকায় মানসম্মত সরকারী আবাসিক হোটেল ও খাবার নেই।নেই যাতায়াতের অবকাঠামো। ফলে বিদেশী পর্যটকদের পাশাপাশি বিত্তবানরাও ঝুঁকে পড়ছেন ব্যক্তি মালিকানাধীন বিভিন্ন রির্সোটের দিকে।
পর্যটনখাত প্রসারের কর্ণধার এই খাতের প্রতিমন্ত্রী হবিগঞ্জের হওয়া সত্বেও পর্যটনস্পটের এমন অবস্থা দুঃখজনক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
দেওয়ান আলী রাজার রাজবাড়ী, ফয়জাবাদ বধ্যভূমি, রুপাইছড়া রাবার বাগান, বাইসাইকেলে বিশ্ব ভ্রমনকারী ভূপর্যটক রামনাথ বিশ্বাসের বাড়ীসহ অসংখ্য দর্শনীয় স্থানে পর্যটকদের উপস্থিতি বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানান জেলা প্রশাসক।