অপেক্ষার অবসান ঘটিয়ে লা লিগার প্রথম দল হিসেবে অনুশীলন শুরু বার্সেলোনার

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪০:১৫ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২০
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে লা লিগার প্রথম দল হিসেবে অনুশীলন শুরু করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন- বার্সেলোনা। তবে, খেলোয়াড়রা অনুশীলন করেছে আলাদা আলাদাভাবে।
এদিকে, অনুশীলনের প্রথম দিনেই দুঃসংবাদ বার্সা শিবিরে। ইনজুরিতে পড়েছেন স্যামুয়েল উমিতি। মাঠে ফিরেছেন মেসি, সুয়ারেজরা। তবে, করোনাভাইরাসের কারণে দলবদ্ধভাবে অনুশীলন করতে পারছেন না ফুটবলাররা। সবাইকে তাই আলাদা আলাদা সময় নির্ধারণ করে দিয়েছে ক্লাব। সেই অনুযায়ী মাঠে এসে নিজেদের ফিটনেস আর স্কিল নিয়ে কাজ করছেন বার্সেলোনার ফুটবলাররা। তবে, লিগ কবে শুরু হবে তা এখনও নিশ্চিত নয়। ক্লোজড ডোরে জুন থেকে লা লিগা শুরু করার পরিকল্পনা আছে কর্তৃপক্ষের। সেই অনুযায়ী চলছে সব কার্যক্রম। রিয়ালের চেয়ে দুই পয়েন্ট এগিয়ে থেকে লিগে এখন পর্যন্ত শীর্ষে আছে মেসির বার্সেলোনা।