অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মাঠে গড়াচ্ছে বুন্দেসলিগা

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৯:৪০ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০
- / ১৫৮১ বার পড়া হয়েছে
অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মাঠে গড়াচ্ছে জার্মানীর শীর্ষ ফুটবল লিগ- বুন্দেসলিগা। শুরু হতে আর মোটে দুই দিন বাকি। লিগ পুনরায় চালু হবার আগে একসাথে অনুশীলন করেছে পুরো বায়ার্ন মিউনিখ দল।
করোনাভাইরাসের কারণে প্রায় দুই মাস বন্ধ ছিল ফুটবল। সেই ধারাবাহিকতায় স্থগিত ছিলো জার্মানের শীর্ষ লিগ বুন্দেসলিগাও। তবে, এবার অপেক্ষার পালা শেষ। ১৬ মে সবার আগে মাঠে গড়াচ্ছে জার্মানের শীর্ষ লিগটি। করোনার কারণে এতদিন অনুশীলন চলছে আলাদা আলাদা ভাবে। তবে, লিগ শুরুকে সামনে রেখে এবার দলগত অনুশীলনে ফিরছে ক্লাবগুলো। সবার আগে ফিরেছে বায়ার্ন মিউনিখ। ষোল তারিখ বুনদেসলিগায় আছে ৬ ম্যাচ। তবে, বায়ার্ন খেলবে পরের দিন। ডর্টমুন্ডের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে থাকা বাভারিয়ানদের প্রতিপক্ষ মিড টেবিলের দল ইউনিয়ন বার্লিন।