অপহরণকারী কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেফতার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২০
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
সাভারের আশুলিয়ায় অপহরণের প্রায় ১১ ঘন্টা পর হৃদয় নামের এক যুবককে উদ্ধার করেছে রেব-৪। এ ঘটনায় অপহরণকারী কিশোর গ্যাংয়ের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রেব-৪ নবীনগর ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার ও কোম্পানি কমান্ডার জমিরউদ্দীন আহমেদ।এর আগে গেলো রাত ১২টার দিকে সাভারের আনন্দপুর সিটি লেন এলাকার শাহ আলমের মালিকানাধীন নির্মাণাধীন বিল্ডিংয়ের সামনে অভিযান চালিয়ে অপহৃত যুবককে উদ্ধারসহ অপহরণকারীদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কিশোর গ্যাংয়ের সদস্যরা হলো- মুসা কাজি, মো: জাহিদ হাসান ও আশিক হোসেন। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।