অপরিকল্পিত বাঁধ, দখল আর দূষনে ডোবায় পরিণত হয়েছে ব্রহ্মপুত্র নদ

- আপডেট সময় : ০৬:০৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০২১
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
জামালপুরে অপরিকল্পিত বাঁধ, দখল আর দূষনের ফলে খরস্রোতা ব্রহ্মপুত্র নদ পরিণত হয়েছে ডোবায়। এই নদ ঘিরেই জামালপুরে গড়ে উঠেছিল জনবসতি। জেলার যোগাযোগের অন্যতম মাধ্যম ব্রহ্মপুত্র সব হারিয়ে এখন মৃত প্রায়। অস্তিত্ব হারাতে বসা নদের অবশিষ্টটুকুও পড়েছে ভয়াবহ দূষণের কবলে।
আদি নদ ব্রহ্মপুত্র যমুনা থেকে শুরু হয়ে জামালপুরসহ কয়েকটি জেলার বুক চিরে মিশেছে মেঘনায়। কয়েক দশক আগেও ব্রহ্মপুত্রে ছিল পূর্ণ যৌবন। বিশাল সব পালতোলা নৌকার আসা-যাওয়া ছিল সাধারণ দৃশ্য।
দেশের উত্তর আর পূর্বাঞ্চলের মধ্যে ব্যবসা-বানিজ্যের ক্ষেত্রে নৌপথটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতে এক সময়ের জঙ্গলাকীর্ণ এই জনপদে বসতিও গড়ে উঠে ব্রহ্মপুত্রকে ঘিরে। জন কোলাহলে মুখর শহরের বিভিন্ন ঘাটে ভিড়তো ধান, চাল, পাটসহ নানা পণ্য। এখন শহরের নানা বর্জ্যে দূষিত হয়ে পড়েছে।দূষণ রোধে ব্যবস্থা নেয়ার কথা জানান, জেলা প্রশাসক।