অপমানের প্রতিশোধ নেয়ার নাম পদ্মা সেতু বললেন : ওবায়দুল কাদের

- আপডেট সময় : ০৬:২০:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুন ২০২২
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, সেতু নির্মাণে পদ্মা নদীর দুই পাড়ের মানুষের সহযোগিতা ছিল অকল্পনীয়। এই সেতুর মাধ্যমেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিকে আত্মমর্যাদার অধিকারী করেছেন। আর সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতু বাংলাদেশীদের অপমানের প্রতিশোধ।
পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে মাওয়া প্রান্তে আয়োজিত সুধী সমাবেশে সভাপতির বক্তব্যে রাখেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, পদ্মাপড়ের মানুষ যেভাবে সহযোগিতার হাত বাড়িয়েছে, তা অভাবনীয়। ১০০ বছরের স্থায়িত্বের এই সেতু নির্মাণে ৫ হাজারের বেশি কর্মকর্তা-শ্রমিক জড়িত ছিলেন বলেও জানান তিনি। বলেন, সেতু রক্ষণাবেক্ষণে সবাইকে সহযোগিতা করতে হবে।
ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতু প্রকল্প থেকে দাতা সংস্থাগুলো সরে গিয়ে বাঙালি জাতিকে অপমান করেছিল। দেয়া হয়েছিল দুর্নীতির অপবাদ। তবে বাংলাদেশ মাথানত করেনি। পদ্ম সেতু বাংলাদেশের আরেকটি সক্ষমতার প্রতিক।
সুধী সমাবেশে উপস্থিত ছিলেন রাজনৈতিক ব্যক্তিবর্গ, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, সাংবাদিক, শিক্ষকসহ নানা শ্রেণি-পেশার অতিথিরা। এর আগে ভোর থেকেই মাদারীপুরে জড়ো হন দক্ষিণাঞ্চলের ২১ জেলাসহ দেশের বিভিন্ন প্রান্তের লক্ষাধিক মানুষ।
এর পর প্রধানমন্ত্রী সমাবেশ বক্তব্য শেষে উদ্বোধন করেন স্বপ্নের পদ্মাসেতু।