অন্তর্বর্তী সরকার প্রশাসনিক কৌশলে দুটি দলকে সহায়তা দিচ্ছে : মির্জা আব্বাস
- আপডেট সময় : ০৭:৫৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
অন্তর্বর্তী সরকার প্রশাসনিক কৌশল ব্যবহার করে, দুটি রাজনৈতিক দলকে সহায়তা দেয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। নিজ বাসভবনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরুর আগে এ মন্তব্য করেন তিনি। এদিকে, নিজ-নিজ আসনে নির্বাচনী প্রচারণা অংশ হিসেবে কেউ বা খেলছেন ফুটবল। কেউ করছেন সমাবেশ। নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা।
রাজধনীতে নিজ বাসভবনে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, আগামী সংসদ নির্বাচনে বিশেষ দুটি রাজনৈতিক দল কারচুপি করার চেষ্টা করছে।
ভোটকেন্দ্রে দায়িত্বশীল ভূমিকা রাখার জন্য নেতা কর্মীদের আহবান জানান তিনি।
এদিকে চট্টগ্রাম ১০ আসনের আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু করেন, স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন,আগামীর বাংলাদেশের স্বপ্ন, একমাত্র বিএনপিই পূরণ করতে পারবে।
সট: আমির খসরু মাহমুদ চৌধুরী,স্থায়ী কমিটির সদস্য, বিএনপি।
কক্সবাজারে নির্বাচনী প্রচারণা শুরুর প্রথম সকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ নিজেই ব্যাট হাতে নেমে পড়েন মাঠে, পরে কিছুক্ষণ ফুটবল নিয়েও মেতে ওঠেন তিনি।
পরে চকরিয়া উপজেলায় নির্বাচনী প্রচারণা অংশ হিসেবে গণসংযোগ করেন তিনি।
সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্রদের বিএনপিতে যোগদান অনুষ্ঠানে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন,জনগণ কোথায় ভোট দেবে এটি তাদের ব্যক্তিগত বিষয় কারো হস্তক্ষেপ কাম্য নয়।সট:ইকবাল হাসান মাহমুদ
কুমিল্লা-১ আসনে মেঘনা উপজেলায় নির্বাচনী প্রচারনা করেন স্থায়ী কমিটির আর এক সদস্য ড. খন্দকার মো মোশারফ হোসেন, এসময় তিনি ভোটারদের কাছে ভোট ও দোয়া চান।


















