অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: হাসনাত

- আপডেট সময় : ০৪:৩১:২৭ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
- / ১৫১৪ বার পড়া হয়েছে
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)- এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, “সব ষড়যন্ত্র উপেক্ষা করে অন্তর্বর্তীকালীন সরকারকে সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করতে হবে। আমরা চাই সাম্প্রদায়িক সম্প্রীতির ভিতর দিয়ে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠুক — যেখানে সব সম্প্রদায়ের মানুষ শান্তিতে বসবাস করবে। কাউকে তার ধর্মীয় চিহ্ন বা শাখা-সিঁদুর দেখে যেন নির্যাতনের শিকার না হতে হয়।”
আজ রবিবার (২৫ মে) দুপুর ১টায় বাঁশখালী উপজেলা পরিষদ মাঠে এক গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানস্থলে উপস্থিত জনগণের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। পথসভা চলাকালে হাসনাত আবদুল্লাহ নিজেও বাঁশখালী নিয়ে নানা ধরনের স্লোগানে মুখরিত হয়ে ওঠেন।
তিনি আরও বলেন, “জাতীয় নাগরিক পার্টি বিশ্বাস করে— গণতন্ত্র, সম্প্রীতি ও উন্নয়নই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। এ জন্য জনগণের সহযোগিতা ছাড়া কোনো রাজনৈতিক শক্তি এককভাবে সফল হতে পারে না।”
সভায় স্থানীয় নেতাকর্মীরা ছাড়াও নানা শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।