অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সিলেটবাসীর প্রত্যাশা আকাশচুম্বী

- আপডেট সময় : ১১:৩৫:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪
- / ১৬৪৬ বার পড়া হয়েছে
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর নোবেলবিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সিলেটবাসীর প্রত্যাশা আকাশচুম্বী। প্রশাসনিক সংস্কার, অর্থনৈতিক গতিশীলতা, দুর্ণীতি দূরীকরণের দাবি সুশীল সমাজ আর ছাত্র জনতার। পাশাপাশি দ্রুততম সময়ে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি সিলেটের বিএনপি নেতাদের ।
গত ৫ আগস্টের ছাত্র জনতার গণ গণঅভ্যুত্থানে শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের প্রস্তাবে নোবেল বিজয়ী ড. মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। নতুন সরকার গঠনের পর থেকেই সিলেটবাসী প্রত্যাশা ও প্রাপ্তির হিসেব কষছেন। রাষ্ট্রীয় উচ্চপর্যায়ের দুর্নীতিকে নির্মূল, অর্থপাচাররোধ, মুক্ত গণমাধ্যম, রাষ্ট্রীয় দমন নিপীড়ন বন্ধ এবং স্বৈরাচার সরকারের পুনরাবৃত্তি না হওয়ার প্রত্যাশা সিলেটের ছাত্র-জনতার।
সুশীল সমাজের দাবি, দুর্নীতি দমনে দুদককে শক্তিশালী করা না গেলে ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের সুফল আসবে না। পাশাপাশি সীমান্তের চোরাচালান রোধসহ সীমান্ত নিরাপত্তা জোরদারের দাবি তাদের। এদিকে ড. ইউনুসের নেতৃত্বাধীন সরকারের কাছে প্রশাসনিক সংস্কার ও দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের দাবি বিএনপি নেতাদের। ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের সুফল দেশের প্রতিটি ঘরে পৌঁছলেই স্বার্থক হবে সহস্র শহীদের আত্মত্যাগ- এমন প্রত্যাশা সিলেটবাসীর।