অন্তত ৩০ শতাংশ লাভ ধরে সরকার ন্যায্যমূল্যে ধান কিনবে: কৃষিমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২১:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
ধান উৎপাদনে কৃষকের সব খরচের সাথে অন্তত ৩০ শতাংশ লাভ ধরে সরকার ন্যায্যমূল্যে ধান কিনবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক।
দুপুরে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার যাত্রাপাশা গ্রামে বোরো ধান কাটা পরিদর্শনকালে একথা বলেন তিনি। এসময় কৃষিমন্ত্রী হেফাজত প্রসঙ্গে বলেন, হেফাজতের শেকড় যত গভীরেই হউক, তার মুল উৎপাটন করা হবে। মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা দিতে সরকার কঠোর অবস্থান নিয়েছে বলে জানান মন্ত্রী। অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোহাম্মদ আবু জাহির, কৃষি সচিব মোহাম্মদ মেসবাহুল ইসলাম এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আসাদুল্লাহ ইপস্থিত ছিলেন।