অনেকটাই শান্তিপূর্নভাবে শেষ হয়েছে ঢাকা উত্তর ও দক্ষিন সিটি নির্বাচন

- আপডেট সময় : ০৬:২৫:৪১ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
ভোটার উপস্থিতি অপেক্ষাকৃত কম থাকলেও অনেকটাই শান্তিপূর্নভাবে শেষ হয়েছে ঢাকা উত্তর ও দক্ষিন সিটি নির্বাচন। প্রথমবার সম্পূর্ন ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে হওয়া এই ভোট নিয়ে ভোটারদের মাঝে ছিল মিশ্র প্রতিক্রিয়া। তবে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, ইভিএম ব্যবহারে ইতিবাচক সাড়া পেয়েছে নির্বাচন কমিশন। তবে ভোট দিতে এসে নিজেই বিড়ম্বনায় পড়েন সিইসি। ভোটার উপস্থিতি সন্তোষজনক নয় মন্তব্য করে কে এম নুরুল হুদা বলেন, ভোটারদের উপস্থিতি বাড়ানো রাজনৈতিক দলগুলোর দায়িত্ব।
অচল দেহ নিয়ে সচল থাকা সাহসী এই মানুষটির নাম আব্দুস সাত্তার দুলাল। প্রতিবন্ধী হলেও সময় মত ভোট কেন্দ্রে আসেন নিজের সাংবিধানিক অধিকারটি প্রয়োগ করতে। ঢাকার দুই সিটিতে ভোটের প্রথম প্রহরে উপস্থিতি কম থাকলেও পরে তা বৃদ্ধি পায়। সকাল বেলায় নবীনের চেয়ে প্রবীন ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। প্রথমবারের মত ইভিএম পদ্ধতিতে ভোট দিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান ভোটাররা।
ঘড়ির কাটায় সকাল ১১টা। অনেকটাই ভোটার শূন্য রাজধানীর উত্তরা আই ই এস স্কুল এণ্ড কলেজ কেন্দ্রে ভোট দিতে আসেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। ইভিএম পদ্ধতিতে নিজের ভোট দিতে গিয়ে বিপত্তির মুখে পড়েন সিইসি। আঙ্গুলের ছাপ না মেলায়, বিকল্প পদ্ধতিতে ভোট দেন তিনি।
এরপর গণমাধ্যমের কাছে দেয়া প্রতিক্রিয়ার শুরুতেই আসে ভোটারদের কম উপস্থিতির প্রসঙ্গ। দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন শান্তিপূর্ন হচ্ছে দাবি করে সিইসি বলেন, সংঘর্ষ হয় এমন নির্বাচন চাই না। সিটি নির্বাচনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত সঠিক ছিল এবং ভোটারদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে বলেও দাবী করেন কে এম নূরুল হুদা।