অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত

- আপডেট সময় : ১২:১৯:১৬ অপরাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় ৩৭ দশমিক ১ ওভারে মাত্র ১১১ রানে গুটিয়ে যায় টাইগার যুবারা। ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন ভারতের রাভি কুমার।
অ্যান্টিগার কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে ব্যাট করতে নেমে ভারতের বোলারদের দপটে শুরু থেকে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। আসা-যাওয়ার মিছিলে ৭ উইকেট হারিয়ে ৫৬ রান করে দলটি। মেহেরব হোসেনের ৩০ রানে একশ পার হলে। ব্যাটিং ব্যর্থতায় মাএ ৩৭.১ ওভারে ১১১ রানে গুটিয়ে যায় বাংলাদেশের যুবারা। ভারতের হয়ে রাভি কুমার নেন ৩টি উইকেট। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভাল করতে পারেনি ভারত। ৩ বল খেলে শূন্য রানে আউট হন ওপেনার হারনর সিং। তবে লক্ষ্যে পৌঁছাতে খুব বেগ পেতে হয়নি ভারতের যুবাদের। ৩০ ওভার ৫ বলে ১১৭ রান করে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন ভারতের রাভি কুমার।