অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে নিউজিল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ

- আপডেট সময় : ০৪:০৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে উঠার মিশনে নিউজিল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ। পচেফস্ট্রুমে কিউই যুবাদের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত জুনিয়র টাইগারদের।
দেশের ক্রীড়াঙ্গনের ইতিহাসে কোন বিশ্বকাপে প্রথমবার ফাইনালে খেলার হাতছানি নিয়ে মাঠে নামছে আকবর আলীর দল। পুরো টুর্নামেন্ট জুড়েই দুর্দান্ত ফর্মে আছে লাল সবুজ প্রতিনিধিরা। আসরে সামর্থ্যের বিচারেও কিউই যুবাদের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ। তারপরও প্রতিপক্ষকে সমীহ করলেও, অ্যাটাকিং ক্রিকেট খেলে জয় পেতে চায় আকবর আলীর দল, নিশ্চিত করতে চায় স্বপ্নের ফাইনাল। অন্যদিকে, কোয়ার্টার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে নিউজিল্যান্ড। ফাইনালে যাওয়ার লড়াইয়ে ছাড় দিতে চায়না দলটি। দু’দলের শেষ পাঁচবারের দেখায় এগিয়ে বাংলাদেশ। ৪টিতেই জিতেছে জুনিয়র টাইগাররা। যদিও পরিসংখ্যান নয় মাঠের লড়াইয়ে মনোযোগ বাংলাদেশের।