অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে মঙ্গলবার মাঠে নামবে বাংলাদেশ

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৩২:১১ অপরাহ্ন, সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১
- / ১৫৫২ বার পড়া হয়েছে
অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে মঙ্গলবার মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ শ্রীলঙ্কা। শারজায় বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টায় শুরু হবে ম্যাচ।
টানা দুই জয়ে সেমিফাইনাল নিশ্চিত করে নির্ভার বাংলাদেশ। প্রথম ম্যাচে নেপালকে ১৫৪ রানে হারায় টাইগার যুবারা। দ্বিতীয় ম্যাচে কুয়েতকে হারায় ২২২ রানে। বাংলাদেশের মতো টানা দুই জয়ে শেষ চার নিশ্চিত করেছে শ্রীলংকাও। নেট রান রেটে পিছিয়ে থেকে বি গ্রুপের দুইয়ে লঙ্কানরা। এবার দু’দল মাঠে নামবে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার মিশনে। ব্যাটে বলে দারুণ ছন্দে আছে আইস মোল্লা ও রাকিবুল হাসানরা। দলের ইনজুরি সমস্যা নেই তাই এগিয়ে থেকেই মাঠে নামবে বাংলাদেশ। এদিকে, একই সময় গ্রুপের অন্য ম্যাচে মুখোমুখি হবে কুয়েত ও নেপাল। টানা হারে এরই মধ্যে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে দু’দল।