অনুশীলনে যোগ দিয়েছেন জুভেন্টাস তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৩:২৬ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২০
- / ১৬০৪ বার পড়া হয়েছে
অবশেষে ১৪ দিনের সেলফ আইসোলেশন কাটিয়ে অনুশীলনে যোগ দিয়েছেন জুভেন্টাস তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রায় দু’মাস পর ক্লাবের অনুশীলন মাঠে আসেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।
ইতালিতে লকডাউন চলার সময়ে বান্ধবী ও সন্তানদের নিয়ে মাদেইরাতে ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ইতালিয়ান ফুটবল মৌসুম বন্ধের একদিন আগে ৮ই মার্চ অসুস্থ মাকে দেখতে মাদেইরায় গিয়েছিলেন তিনি। এরপর তুরিনে ফিরে ১৪ দিনের আইসোলশনে ছিলেন পর্তুগিজ তারকা। গেলো ৪ মে থেকে ক্লাবগুলোর ফুটবলাররা শুরু করে ব্যক্তিগত অনুশীলন। এই প্রথম যোগ দিলেন সিআরসেভেন। লকডাউনের সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থাকতে দেখা গেছে রোনালদোকে। এসময় ফিটনেস ধরে রাখতেও সচেতন ছিলেন তিনি। সবশেষ রোনালদো জুভেন্টাসের হয়ে খেলেছেন ইন্টার মিলানের বিপক্ষে। ম্যাচটি ২-০ গোলে জিতেছিলো রোনালদোর দল।





















