অনুর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপ জয় মুজিববর্ষের উপহার – প্রধানমন্ত্রী শেখ হাসিনা

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৫৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৩১ বার পড়া হয়েছে
বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপ জয় জাতির জন্য মুজিববর্ষের উপহার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ মন্তব্য করেন তিনি।
এসময় তিনি বিশ্বকাপ জয়ে অনুর্ধ্ব-১৯ দলকে অভিনন্দন জানিয়ে বলেন, দেশে ফিরলেই তাদেরকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গণসংবর্ধনা দেয়া হবে। রোববার দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে ভারতকে ৩ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জয় করে বাংলাদেশ। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে যোগ দেন মন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠকে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ও পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে পরিমিত ব্যয়ে সেগুলো বাস্তবায়নের তাগিদও দেন শেখ হাসিনা।