অনুদান পাওয়া ছবি বিক্রি করা যাবে না: তথ্যমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
অনুদান পাওয়া ছবি বিক্রি করা যাবে না। প্রেক্ষাগৃহে দেখাতে হবে। তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ সচিবালয়ে চলচ্চিত্র প্রদর্শক সমিতি এবং প্রযোজকদের সাথে বৈঠকের সময় এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, সাত লাখ থেকে ৭৫ লাখ টাকা অনুদান দেয়া হয় ছবি বানাতে। কিন্তু দেখা যায় সে সব বিক্রি করে দেয়া হয়। ফলে হলগুলোতে ভালো মানেরে চলচ্চিত্র প্রদর্শিত হয় না। প্রযোজকরা মন্ত্রীকে বলেন, সিনেপ্লেক্স ছাড়া অন্য প্রেক্ষাগৃহের মালিকরা তাদের পারিশ্রমিক ঠিকমতো দেন না। ভারতের মতো শুল্ক বাদ দিয়ে বাকি টাকা সমানভাগে নিজেদের মধ্যে ভাগ করার দাবি জানায়, প্রদর্শক ও প্রযোজক সমিতি। হল মালিকরা জানান, শিল্পের মর্যাদা না পেলেও দ্বিগুন দামে বিদ্যুৎ কিনতে বাধ্য হন তারা।