অনিয়ম-সহিংসতার অভিযোগ নিয়েই চতুর্থ ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৫:৩৬:০৫ অপরাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
বিচ্ছিন্ন হামলা, সংঘর্ষ ও আটকের মধ্য দিয়ে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন জেলায় ভোট ছিনতাই ও নির্বাচন বর্জনের খবর পাওয়া গেছে।
রাজশাহীতে চারঘাট, বাঘা ও দুর্গাপুরের ১৫ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট হয়েছে। বেলা ১১টার দিকে চারঘাটের হলিদাগাছি দ্বিমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দুবৃর্ত্তদের অস্ত্রের হামলায় দুই জন জখম হয়। দুর্গাপুরের দেলুয়াবাড়ী ইউনিয়নে বেড়া সরকারি প্রথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই গ্রুপের সংঘর্ষে ৭ জন আহত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও বিজয়নগরের নির্বাচনে অবৈধ টাকা লেনদেনের অভিযোগে এক পোলিং এজেন্টকে তিন ও অন্যজনকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া, একজন সহকারি প্রিজাইডিং কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।
ভোলায় বিভিন্ন অভিযোগে ৭ জনকে ৩ দিন করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
জাল ভোট দেয়ার অভিযোগে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পুমদী ইউনিয়নের ভোটকেন্দ্র থেকে ছয় কিশোরকে আটক করা হয়।
চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর দুই কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। জোড়াঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হৃদরোগে আক্রান্ত হয়ে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী মনির উদ্দিন তালুকদার মারা গেছেন।
এদিকে, পটিয়া উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট চলাকালে দুটি কেন্দ্রে ব্যালট ছিনতাই হয়েছে। পরে, কেন্দ্রগুলোর ভোটগ্রহণ বন্ধ করে দেয়া হয়েছে।
ভোট কারচুপির অভিযোগ এনে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম আমিন ভোট বর্জন করেছে।