অনির্দিষ্টকালের জন্য স্থগিত পাকিস্তান-নেদারল্যান্ডসের ওয়ানডে সিরিজ

- আপডেট সময় : ০৮:৪২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০
- / ১৫২৯ বার পড়া হয়েছে
করোনাভাইরাসের কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে পাকিস্তান-নেদারল্যান্ডসের ওয়ানডে সিরিজ।দুই বোর্ডের আলোচনাতেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
করোনার কারণে নেদারল্যান্ডস সরকার মঙ্গলবার দেশটিতে সব ধরনের পেশাদার খেলা ও সাংস্কৃতিক আয়োজন আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিতের ঘোষণা দেয়। এর ফলে পাকিস্তান-নেদারল্যান্ডস ওয়ানডে সিরিজ দোলাচলে থাকলেও, অবশেষ তা বাতিল করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তীতে ঠিক করা হবে সফরের নতুন সূচি। আগামী জুলাইয়ে নেদারল্যান্ডস সফরে যাওয়ার কথা ছিল পাকিস্তান দলের। ৪, ৭ ও ৯ জুলাই হওয়ার কথা ছিল তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এদিকে, আগামী ১৫ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে একমাত্র টি-টুয়েন্টি ম্যাচটিও স্থগিত করেছে নেদারল্যান্ডস। পিছিয়ে গেছে স্বাগতিক নেদারল্যান্ডস, নামিবিয়া, ওমান ও যুক্তরাষ্ট্রের চার জাতি টুর্নামেন্টও। এই গ্রীষ্মে কোনো আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করবে না বলেও জানিয়েছে ডাচ ক্রিকেট বোর্ড।